‘দিনরাত্রি’তে লেখা প্রকাশের ব্যাপারে আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ।
লেখা শুরু করার আগে নির্দেশিকাগুলো দেখে নিন।
আপনি যে-সব বিষয় নিয়ে লিখতে পারবেন:
ইসলাম, ইতিহাস ও সভ্যতা, আন্তর্জাতিক ঘটনা, শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, মনীষীদের জীবনী, ভ্রমণ কাহিনী, খেলাধুলা ও বিনোদন, সমকালীন যে-কোনো বিষয়ে নিবন্ধ— ইত্যাদি।
তবে—
১. আপনার লেখার মাধ্যমে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের মানুষকে ছোট করা যাবে না।
২. তথ্যের উৎসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করার অনুমতি দেয়া হবে না।
৩. যদি কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয় তাহলে লেখার শেষে পুরো URL/লিংক লিখে দিতে হবে, কিংবা হাইপারলিংক করে দিতে হবে।
৪. কোনো বই থেকে তথ্য নেয়া হলে নিবন্ধের শেষে বইয়ের নাম, লেখকের নাম, পৃষ্ঠা নম্বর— লিখে দিতে হবে।
৫. কোনো ধরনের কপি-পেস্ট গ্রহণযোগ্য হবে না।
৬. নিবন্ধটি সর্বনিম্ন ৩০০ শব্দের মধ্যে থাকতে হবে, সর্বোচ্চ শব্দ সীমা নেই।
৭. লেখা জমা দেয়ার পরে আমাদের সম্পাদনা-পর্ষদ আপনার লেখাটি পর্যালোচনা করে সাইটে প্রকাশ করতে ২/১ দিন লাগতে পারে।
আর কোনো কিছু জানার থাকলে write@dinratri.net এড্রেসে মেইল করুন।
নিচের ফর্মটি পূরণ করে আপনার লেখা জমা দিন,