আজ (বাংলাদেশ সময় বিকেল ৪টা) কাতার বিশ্বকাপে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ’সি’ গ্রুপের প্রথম ম্যাচে লড়বে আর্জেন্টিনা বনাম সউদী আরব। ম্যাচটি পরিচালনা করবেন স্লোভেনিয়ার রেফারী স্লাভকো ভিনচিচ। বিটিভি, গাজী টেলিভিশন (জি-টিভি) ও টি-স্পোর্টস চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
আর্জেন্টিনা ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি, বিশ্বকাপে অন্যতম সফল, জনপ্রিয় ও ফেবারিট দল (রেঙ্ক ৩)। তারা প্রথম বিশ্বকাপসহ অতীতে ১৭টি আসর (১৯৩০, ১৯৩৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) খেলে ২টিতে চ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬) ও ৩টিতে রানারআপ (১৯৩০, ১৯৯০ ও ২০১৪) হয়েছে এবং ৪টিতে কোয়ার্টার ফাইনাল (১৯৬৬, ১৯৯৮ ও ২০০৬ ও ২০১০) খেলেছে আর একবার (১৯৭৮) আয়োজক হয়েছে। শক্তির বিচারে তারা সউদী আরবের চেয়ে অনেক শক্তিশালী। তাদের কোচ স্বদেশী লিওনেল স্কালোনি। আমার মতে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল আসরের সকল দলের মাঝে আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশী।
আর সউদী আরব (রেঙ্ক ৫১) এ গ্রুপের দুর্বল দল বা আন্ডার ডগ। তারা অতীতে বিশ্বকাপের ৫টি আসর (১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬ ও ২০১৮) খেলে একবার (১৯৯৪) নকআউট পর্বে যেতে পেরেছিলো। তাদের কোচ ফ্রান্সের হার্ভে রেনার্ডে।
এ পর্যন্ত আর্জেন্টিনা আন্তর্জাতিক ১০৭২টি ম্যাচ খেলে ৫৯৬টিতে জিতেছে, ২৩১টিতে হেরেছে এবং ২৪৫টিতে ড্র করেছে। আর সউদী আরব আন্তর্জাতিক ৭০৬টি ম্যাচ খেলে ৩৪০টিতে জিতেছে, ২০৪টিতে হেরেছে এবং ১৬২টিতে ড্র করেছে।
এ পর্যন্ত আর্জেন্টিনা বনাম সউদী আরব মোট চারবার মোকাবেলা হয়েছে। আর্জেন্টাইনরা ২টিতে জিতেছে এবং ২টি ড্র হয়েছে।
আজ আর্জেন্টিনার জেতার সম্ভাবনা ৯০.%। মেসিরা সউদীদের কতো গোল দিতে পারে, সেটাই দেখার বিষয়। তবে আমি সউদী আরবের সমর্থক। ধন্যবাদ।