আজ কাতার বিশ্বকাপে দোহার আছ-ছুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লড়বে নেদারল্যান্ডস বনাম সেনেগাল। ম্যাচটি পরিচালনা করবেন ব্রাজিলের রেফারী উইলটোন সাম্পাইও। বিটিভি, গাজী টেলিভিশন (জি-টিভি) ও টি-স্পোর্টস চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
নেদারল্যান্ডস-সেনেগাল মোকাবেলা কখনো হয়নি! আজই প্রথম! আমার মতে, নেদারল্যান্ডসের জেতার সম্ভাবনা ৬০%। আমি সেনেগালের সমর্থক। শুধু তা-ই নয়, এবারের আসরের ৩২ দলের মাঝে আমার সবচেয়ে পছন্দের দল সেনেগাল। তবে সেনেগালের জন্যে দুঃসংবাদ হচ্ছে, তাদের মহাতারকা সাদিও মানে আহত থাকায় এবারের আসরে আর খেলতে পারবেন না! তিনি ধার্মিক-মুসলিম একজন খেলোয়াড়। প্রতিটি খেলার আগে তাকে দোয়া করতে দেখা যায়! আফ্রিকা কাপ অব নেশনসে মুহম্মদ সালাহ’র নেতৃত্বাধীন মিশরকে হারিয়ে শিরোপা এনে দেয়ায় মানে’র নামে একটি স্টেডিয়ামও হচ্ছে তার দেশে! আমি সেনেগালের সার্বিক সাফল্য কামনা করি। দোয়া করি যেনো মানে’র অভাব অনুভূত না হয় এবং আজকের এ ম্যাচটি অন্তত ড্র হোক। ধন্যবাদ।