আজ কাতার বিশ্বকাপে দোহার খলীফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ’বি’ গ্রুপের প্রথম ম্যাচে লড়বে ইংল্যান্ড বনাম ইরান। ম্যাচটি পরিচালনা করবেন ব্রাজিলের রেফারী রাফায়েল ক্লজ। বিটিভি, গাজী টেলিভিশন (জি-টিভি) ও টি-স্পোর্টস চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
ইংল্যান্ড (রেঙ্ক ৫) ইউরোপের অন্যতম সুপার পাওয়ার, এবারের অন্যতম ফেভারিট এবং ইরানের (রেঙ্ক ২০) চেয়ে অনেক শক্তিশালী দল। বিশ্বকাপে তাদের রেকর্ডও অনেক সমৃদ্ধ। তারা এ পর্যন্ত ১৫টি আসর (১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮) খেলেছে; একবার (১৯৬৬) স্বাগতিক ও চ্যাম্পিয়ন, দু’বার চতুর্থ (১৯৯০ ও ২০১৮) এবং ছ’বার (১৯৫৪, ১৯৬২, ১৯৭০, ১৯৮৬, ২০০২ ও ২০০৬) কোয়ার্টার ফাইনালিস্ট হয়েছে।
পক্ষান্তরে ইরান (রেঙ্ক ২০) এ পর্যন্ত বিশ্বকাপের ৫টি আসরে (১৯৭৮, ১৯৯৮, ২০০৬ ও ২০১৪ ও ২০১৮) খেলে প্রতিটিতেই প্রথম পর্বে বিদায় নিয়েছে।
এ পর্যন্ত ইংল্যান্ড আন্তর্জাতিক ১০৩৬টি ম্যাচ খেলে ৫৯৫টিতে জিতেছে, ২০২টিতে হেরেছে এবং ২৩৯টিতে ড্র করেছে। তাদের কোচ স্বদেশী গ্যারেথ সাউথগেট। আর ইরান আন্তর্জাতিক ৫৮২টি ম্যাচ খেলে ৩২৬টিতে জিতেছে, ১২৪টিতে হেরেছে এবং ১৩২টিতে ড্র করেছে। তাদের কোচ পর্তুগালের কার্লোস কুইরোজ।
তবে ইংল্যান্ড-ইরান মোকাবেলা কখনো হয়নি! আজই প্রথম! আমার মতে, ইংল্যান্ডের জেতার সম্ভাবনা ৮০%। তবে আমি ইরানের সমর্থক। তাই, আজ আমার দল ড্র করতে পারলেই আমি খুশী আর জিতলে তো কথাই নেই! ধন্যবাদ।
পছন্দের আরো লেখা