তুর্কি ড্রোন ঠেকাতে আয়রন ডোম কিনছে সাইপ্রা
বায়রাক্তার ইউএভিসহ তুর্কি ড্রোন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সাইপ্রাসের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়রন ডোম কিনতে ইসরাইলের সাথে একটি চুক্তি করেছে বলে গ্রীসভিত্তিক সংবাদমাধ্যম কাথিমেরিনীর সাইপ্রাস সংস্করণে জানিয়েছে। তবে প্রতিবেদনে চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে দাবি করা হলেও নিকোসিয়া বা তেল আবিব – কেউই এখনও ব্যাপারটি প্রকাশ্যে নিশ্চিত করেনি।
সাইপ্রাসের ন্যাশনাল গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিমোক্রিটোস জারভাকিস এ বছরের মার্চে ইসরাইল সফর করেন। তখন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিলো – … জেনারেলকে উত্তর সীমান্তে ব্রিফ করা হবে এবং তিনি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ইউনিটের একটি সেল পরিদর্শন করবেন।
কাথিমেরিনীর প্রতিবেদনে বলা হয়েছে, সাইপ্রাসের ন্যাশনাল গার্ড ‘অপারেশনাল চাহিদার’ কথা উল্লেখ করে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিলো।
চলতি বছরের জুলাই’র শেষের দিকে পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনার জন্যে সাইপ্রাস ও গ্রীস তুরস্ককে দায়ী করেছে। কেননা, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে আঙ্কারা ঐ অঞ্চলে অনুসন্ধানী জাহাজ পাঠাতে চেয়েছিলো। গ্রীক সাইপ্রিয়ট ও তুর্কি সাইপ্রিয়টদের মাঝে জাতিগত বিভক্তির কারণে সাইপ্রাস নিয়ে এথেন্স ও আঙ্কারার মাঝে বিবাদ রয়েছে।
তুরস্ক ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ পুনঃস্থাপনের ঘোষণার মাত্র ক-দিন পর, সাইপ্রাসের আয়রন ডোন কেনার খবর সামনে এলো; যদিও এ খবর তেল আবিব ও আঙ্কারার মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলবে কিনা – তা অস্পষ্ট। এ ব্যাপারে তুরস্ক এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: কাথিমেরিনী।