শরীয়া আইন অনুমতি না দিলে, আলোচনা হবে না: আকুন্দজাদ
বৃহস্পতিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে সমবেত প্রায় ৩,০০০ আদিবাসী নেতা, কর্মকর্তা ও ধর্মীয় নেতার উদ্দেশে ত্বালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বক্তব্যে এ সরকারের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন: আল্লাহ’র মর্জিতে আমরা যে স্বাধীনতা পেয়েছি – যা আমরা আমাদের মুজাহিদদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। সেই বিষয় নিয়ে আলোচনার জন্যে এই সমাবেশের ডাক দেয়া হয়েছে। শরীয়া আইন মোতাবেক, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা হবে। শরীয়া আইন অনুমতি না দিলে, আমরা কোনো দেশের সাথেই আলোচনায় যাবো না।
গত বছর ত্বালেবান ক্ষমতা পুনরুদ্ধারের পর, দুবার কান্দাহারে এ রকম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন হওয়ার পর, বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি মেলেনি ত্বালেবানের। ইতোমধ্যে চলতি মাসের শুরুতে কাবুলে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরীর নিহতের ঘটনায় চাপের মুখে পড়েছে ত্বালেবান সরকার।
সূত্র: তোলো নিউজ।