নিঃসন্দেহে ঈমানের চাইতে দামী কোনো সম্পদ নেই এবং ঈমানকে বাঁচাতে যথাযথ ইলম’এ দ্বীন শেখার কোনো বিকল্প নেই।
তামহীদ’উল ঈমান
বিভিন্ন ঈমান বিধ্বংসী ফিতনা থেকে মুসলমানের ঈমান বাঁচাতে কোরআন এবং সুন্নাহ্’র প্রামাণ্য দলীল এবং তাত্বিক বিশ্লেষণের মাধ্যমে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম’এ আহ্লে সুন্নাত, আ’লা হযরত, আযীমুল বারকাত, ইমাম আহ্মাদ রাযা খাম رحمة الله عليه ঈমানের প্রকৃত পরিচয় তুলে ধরে একটি বই লিখেছিলেন, বইটির নাম রাখা হয়েছিলো তামহীদ’এ ঈমান বা’আয়াতে ক্বোরআন; ক্বোরআন’এ করীমের আয়াতের আলোকে ঈমানের পূর্বশর্ত।
তামহীদ’উল ঈমান
বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক মুসলমানের জন্য ঈমানের প্রকৃত পরিচয় জানতে তামহীদুল ঈমান বইটি পড়ার বিকল্প নেই বললে অত্যুক্তি হয়না।
তামহীদ’উল ঈমান
আল্লাহ তাবারাক ওয়া তা’আলা প্রদত্ত মহামূল্যবান নেয়ামত ‘ঈমান’ কে সুরক্ষিত রাখতে অবশ্যই আ’লা হযরত এর দলীল এবং বিশ্লেষণ ভিত্তিক এই মাস্টারপিস গ্রন্থ ‘তামহীদুল ঈমান’ সংগ্রহ করুন।
তামহীদ’উল ঈমান
অনলাইনে অর্ডার করতে আলা হযরত একাডেমির পেইজে ( Ala’Hazrat Academy ) ইনবক্স করুন।
অফলাইনে পাওয়া যাচ্ছে,
ঢাকায় -তরজুমান প্রকাশনী, তাহেরিয়া লাইব্রেরি (খিলগাও)
যোগাযোগঃ ০১৭৭৮৬৬৮০০২, ০১৫২১০০৭৯৪
চট্টগ্রামে – আলোকবর্তিকা Alokbortika , কে এম ভবন , ২য় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম ।
এবং পুঁথিনিবাস এ।
🖋️ Kutub Uddin Chowdhury Ishti