কোভিড-১৯ মোকাবেলায় তহবিল সংগ্রহের ব্যাপারে জাতিসংঘে একটি ভিডিও জমা দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন: তুরস্কের তৈরি ভ্যাকসিন পুরোপুরি বিকাশের পরে বাকি বিশ্বের কাছে আমরা তা তুলে দেবো। বিশ্বের ১০০টি দেশ এখনও ভাইরাসের বিরুদ্ধে একটি ভ্যাকসিনও ব্যবহার করতে পারেনি। এটি মানবতা ও মানবিক মূল্যবোধের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ – যখন আপনার একদিকে এমন সব দেশ – যাদের প্রায় পুরো জনগণকে টিকা দেয়া হয়েছে; অন্যদিকে কোটি কোটি মানুষ এখনও ভ্যাকসিনের প্রথম ডোজও নিতে পারেনি! এটি স্পষ্ট হয়ে গেছে যে, ভ্যাকসিনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব নয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর।