মালয় রাণীকে তুর্কি ফার্স্টলেডির উপহা
মালয় রাণী টুঙ্কু হাজা আজীজা আমিনা মায়মুনা ইস্কান্দারিয়াকে উপহার পাঠিয়েছেন তুর্কি ফার্স্টলেডি এমিনি এরদোয়ান। বুধবার রয়্যাল প্যালেসে রাণীর সাথে দেখা করে তাঁর হাতে উপহার-সামগ্রী এবং তুর্কি ফার্স্টলেডির লেখা একটি চিঠি তুলে দেন মালয়েশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মার্ভ সাফা কাভাকচি। তখন মালয় রাজা আস-সুলতান আব্দুল্লাহ রিআয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহও উপস্থিত ছিলেন।
তুর্কি ফার্স্টলেডির পাঠানো উপহার পেয়ে খুব খুশি মালয় রাণী। এজন্য তিনি ধন্যবাদও জানান এমিনি এরদোয়ানকে। তিনি বলেন: উছমানীয় সালতানাত ও তুরস্কের ইতিহাস শিল্প-সাহিত্যের বড় ভক্ত আমি। আমি তুর্কি টিভি সিরিজগুলোও নিয়মিত দেখি।: আনাদোলু এজেন্সি।