তুরস্কের ন্যাশনাল স্পেস প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন: আমাদের প্রথম টার্গেট হচ্ছে ২০২৩ সালের ভেতরে চাঁদের দেশে পা রাখা। তুরস্কের জন্মশতবার্ষিকীতে আমার বিশ্বাস – আমাদের প্রকৌশলীরা এ মিশন বাস্তবায়ন করতে পারবে। আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মঙ্গলে একটি স্পেসপোর্ট নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করবে তুরস্ক। পরবর্তী প্রজন্মের সেটেলাইট উন্নয়নে একটি বৈশ্বিক ব্র্যান্ড তৈরিতে কাজ করাটা তুরস্কের দ্বিতীয় লক্ষ্য। চাঁদের দেশে নাগরিক পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে আমার দেশ।
দেশীয় প্রযুক্তিতে তৈরি তুরস্কের প্রথম স্যাটেলাইট আইএমইসিই। এটি তুরস্কের সামরিক ও বেসামরিক উদ্দেশ্য হাসিলে ভূমিকা রাখবে। দেশটির প্রযুক্তি, প্রতিরক্ষা ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ।