সম্প্রতি সউদী আরবের সেকুলার এক লেখক ফাহদ আমের আল-আহমদী এক টুইটে দেশটির কর্তৃপক্ষকে জাতীয় পতাকা থেকে ঐতিহ্যবাহী তরবারীর চিত্র সরানোর পরামর্শ দিয়েছেন। চিত্রটি সউদী আরবের বর্তমান নীতির সঙ্গে মেলে না বলেই তিনি বিশ্বাস করেন।
আল-আহমাদী লিখেছেন: আমি আমাদের সউদী পতাকা থেকে তরবারী সরিয়ে দেয়ার প্রস্তাব দিচ্ছি। কেননা – প্রথমত, আজকের দিনে এবং বর্তমান যুগে এটি ভালো দেখায় না! দ্বিতীয়ত, এটি কুরআনের আয়াত ‘ধর্মের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই’ – এর সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয়ত, আমাদের ধর্ম যে সহিংসতা এবং হত্যার বিরুদ্ধে – এমন দাবি পক্ষে এটা (তরবারীর চিত্র সরানো) জোরালো প্রমাণ হবে। ইতোমধ্যেই ছ’বার সউদী পতাকা বদলানো হয়েছে। তাতে দুটি সংস্করণে তরবারীর ছবি ছিলো না।
এদিকে, পতাকা থেকে তরবারী সরানোর প্রস্তাবে সামাজিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন – ঐ তরবারী সহিংসতার নয়, বরং শক্তির প্রতীক। যুবরাজ সাত্তাম বিন খালিদ আস-সউদী বলেছেন: তরবারী শক্তি ও ন্যায়বিচারের প্রতীক এবং সউদী ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
সূত্র: মিডল ইস্ট মনিটর।