সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অন্য রকম মোড় নিচ্ছে বলে অনেকেই বলছেন।
মধ্যপ্রাচ্যের রাজনীতির যোগ বিয়োগ মূলত, শিয়াইজমের ইরান ও ক্ষমতা লোভকে কেন্দ্র করে ঘুরপাক খায়।
এখন সৌদি আরব গং এর শাসকরা বাইডেনের ফরেন পলিসির কারণে নতুন করে প্লান বি/সি রেডি করছে।
বাইডেন যদি বেশি চেপে ধরে, তাহলে প্লান বি এর দিকে যাবে।
তুরস্ক, পাকিস্তান, কাতারসহ তুরস্ক ব্লককের দেশেগুলোর সাথে নিয়ে অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে একটা অবস্থান তৈরি করবে। এবং রাশিয়া ও চীনের সাথেও সম্পর্ক ভালো করার চেষ্টা করবে।
এরপরেও বাইডেনের প্রেসার বেশি হলে প্লান সি এর দিকে, মানে ইরানের সাথে একটা কৌশলগত সমঝোতা করবে।
কিন্তু আমেরিকান পলিসি’তে ইহুদিদের ব্যাপক প্রভাব আছে। এরা ইরানইজম বা শিয়াইজম ইস্যু এত শহজে নিট্রালাইজড হতে দিবে না। ইহুদিদের প্লান সব সুক্ষ্ম এবং দীর্ঘ মেয়াদী। অনেক ভেবে চিন্তে প্লান করে।
সোনার ডিম পারা হাঁস এরা একদিনে মারে না।
ইহুদিরা ক্ষমতা চায় না, কিন্তু ক্ষমতা ব্যবহার করতে চায়। আমেরিকান ক্ষমতায় কোন ইহুদি বসে নি বা প্রেসিডেন্ট হয়নি।কিন্তু তারা আমেরিকান ক্ষমতা ঠিকই ব্যবহার করেছে।
মুসলিম শাসক বা নেতাদের সমস্যা এদের সবার আগে ক্ষমতা চাই। দীর্ঘ মেয়াদী প্লানিং নেই। ক্ষমতায় বসতে হবে, তা যে ভাবেই হোক। ইসলাম বা দেশ বিক্রি বা গোলামীর শেকল পড়ে হলেও ক্ষমতা চাইই চাই।