তুরস্ককে সামরিক ও অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার একটা দেশ হিসাবে প্রতিষ্ঠা করার কথা আজকে আবারো বললেন এরদোয়ান।
সেই লক্ষ্যেই তুরস্কের ফরেন পলিসি সেট করেছে এরদোয়ান। এবং প্লানিং অনুযায়ীই এগোচ্ছে দেশটি।
১. সুপার পাওয়ার হতে নৈতিক ভিত্তি মজবুত প্রজন্ম দরকার। সেই নৈতিকতা সেনাবাহিনীতেও দরকার।
২. ডিফেন্স সেক্টরে শক্তিশালী হওয়ার দরকার। ডিফেন্স ইন্ড্রাস্ট্রির বেস শক্ত হতে হবে এবং নিজেদের ডিফেন্স কোম্পানি থাকতে হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। পাশাপাশি দেশের বাহিরেও অস্ত্রের বাজার তৈরি করতে হবে। সামরিক সেক্টররে প্লানিং অনুযায়ীই এগোচ্ছে।
৩. জ্বালানি নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। নিজেদের জ্বালানির নিশ্চয়তার পাশাপাশি অন্যদের জ্বালানির জোগান বা সাপ্লাই লাইনে প্রভাব থাকলে আলোচনার টেবিলে অনেক কিছুই নিজেদের ফেবারে নেওয়ার যায়।
তুরস্ক ভু-মধ্যসাগরে নিজেদের প্রভাব বিস্তারের পাশাপাশি ইউরোপের পাওয়ার হাব হচ্ছে। আগামীতে ইউরোপের জ্বালানি মেক্সিমাম তুরস্ক হয়েই যেতে হবে।
৪. এরপরে অর্থনীতি মজবুত করতে টেকনোলজি উন্মত করার পাশাপাশি দেশের বাহিরে বাজার দরকার। ইউরোপের পাশাপাশি আফ্রিকা, মধ্য এশিয়া ও মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ভালো করছে।
তুরস্কের জন্যে দোয়া ও শুভকামনা। মুসলিম একটা দেশের সুপার পাওয়ার হওয়া খুব দরকার। যে দেশ নির্যাতিত মুসলিমদের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলতে পারে। এটা তুরস্ক বা অন্য কোন মুসলিম দেশ।
ফিলিস্তিন ভাইদের ন্যায়ের জন্যে, কাশ্মীরের ভাইদের অধীকারের জন্যে, রোহিঙ্গা ভাইদের ভূমির জন্যে মাথা উঁচু করে ন্যায়ের কথা বলবে।