পারিবারিক সুত্রে জানা যায় যে, উসমানীয় বংশের শেষ উত্তরাধিকারী শাহজাদা আবদুল কারিম দুনদার উসমানোগলু এফেন্দী গতকাল সোমবার ৯০ বছর বয়সে সিরিয়ার রাজধানী দামেস্কে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন৷
ওসমানোলু দামেস্কে একা থাকতেন, তিনি ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন যখন উসমানীয় খিলাফত বিলুপ্তির পর তার বাবা-মা তুরস্ক থেকে বহিষ্কৃত হন।
ওসমানোলু হলেন দ্বিতীয় আবদুলহামিদের ছেলে প্রিন্স মেহমেট সেলিম এফেন্দির নাতি।
– সুত্র ডেইলি সাবাহ