BiP অ্যাপ নিরাপত্তার ক্ষেত্রে হোয়্যাটসঅ্যাপের চেয়ে উন্নতমানের কি না, কিংবা হোয়্যাটসঅ্যাপ তাদের নিরাপত্তা সংক্রান্ত ঘোষণাটি থেকে ফিরে আসবে কি না সেটা গৌন ব্যাপার। দু’টি কারণে আপনি BiP ব্যবহার করবেন।
এক. এটির ফিচার, ফাংশন এবং সেবার মান হোয়্যাটসঅ্যাপসহ যেকোনো আন্তর্জাতিক অ্যাপের পর্যায়ে। ইমোর মতো বিশ্রী অ্যাপ তো এর সঙ্গে তুলনীয়ই নয়।
দুই. এটির নির্মাতা মুসলমানরা। আপনার তথ্য যদি দিতেই হয়, অমুসলিমকে না দিয়ে মুসলমানকে দিন।
কেবল এই অ্যাপ নয়, মুসলমানকে সহায়তা করা আপনার মূলনীতি বানান। বাজারে সুই কিনতে গিয়েও যদি দু’টি দোকানের পণ্য অভিন্ন হয়, তবে আপনার মুসলিম ভাইয়ের পণ্যটি নিন। এতে উম্মাহর ঘনিষ্ঠতা বাড়বে। ঈমানের (ওয়ালা ওয়াল বারা) দাবি পূর্ণ হবে।
মীযান হারুন