তুরস্কের নিযুক্ত যুক্তরাজ্যের রাস্ট্রদূত ডমিনিক চিলকোট সিএনএন তুর্কী -এর সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাজ্য তুরস্কের ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী। এ বিষয়ে আমরা আলোচনা করছি।
এছাড়া তিনি আরো জানান, তুরস্কের ৫ম প্রজন্মের ফাইটার জেট প্রজেক্টে যুক্তরাজ্য তুরস্কের সাথে একসাথে কাজ করবে এবং ২০৩০ সালের আগেই এটা কমপ্লিট করা হবে।”
তুরস্কের প্রতিরক্ষা হুলিসি আকার আজকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালাসের সাথে টেলিফোনে কথা বলেন করেন।
দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়।
হুলুসি আকার তুরস্কের TFX প্রজেক্টের ব্যাপারে যুক্তরাজ্যের সহযোগিতা যান। এবং এ ব্যাপারের পজিটিভ আলোচনা হয়েছে।
এই নিউজ তুরস্কের জন্যে কুব খুশির খবর। বিশেষ করে ইইউ যখন তুরস্কের উপর আংশিক অবরোধ দিয়েছে, তখন ইইউ থেকে বের হয়ে যুক্তরাজ্য তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে।
এখন তুরস্কের ড্রোন কিনতে চাচ্ছে এবং ৫ম প্রজন্মের ফাইটার জেট প্রজেক্টে কাজ করতে চাচ্ছে।
TFX এর মেইন চ্যালেঞ্জ এর ইঞ্জিন তৈরি করা। যুক্তরাজ্যের কোম্পানি রোলস রয়েস ইঞ্জিন তৈরির প্রজেক্টে চুক্তি করলেও পরে সরে যায় কাতারের কোম্পানি এই ইঞ্জিন প্রজেক্টের কাজে জড়িত থাকার জন্যে। এখন যুক্তরাজ্যে পজিটিভ মুভের ফলে আশা করা যায় আবার তারা কামব্যাক করবে।