ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি মসজিদে হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে। মসজিদের চিঠির বাক্সে বার্তাটি রেখে যাওয়া হয় – যাতে আরব, তুর্কি ও সেখানকার মুসল্লীদের হত্যার হুমকিসহ অবমাননামূলক কথা বলা হয়েছে। ইসলাম ও ইনফো ওয়েবসাইটের বরাতে আনাদোলু এমন খবর দিয়েছে।
চিঠিতে বলা হয়, যুদ্ধ শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেশ থেকে বের করে দেবো। সামুয়েলের মৃত্যুর কড়ায়-কণ্ডায় হিসাব নেবো।
হুমকিমূলক ঐ চিঠিতে হিজাবী মুসলিম নারীদের নিয়েও কটূক্তি করা হয়েছে। তাদের অশ্রাব্য ভাষায় গালি দেয়া হয়েছে বলে খবরে জানা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি।