গতকাল (জুমাবার) ইস্তাম্বুলে বাদ জুমা সাংবাদিকদেরকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান বলেছেন: লিবিয়ার যুদ্ধরত দলগুলোর মাঝে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। এ চুক্তি (লিবিয়ার) উচ্চ পর্যায় থেকে করা হয়নি। সময় বলে দেবে – নিম্নপর্যায়ের ব্যক্তিদের করা ঐ চুক্তি কতোদিন বজায় থাকে।
উল্লেখ্য, জাতিসংঘ জানায়, গতকাল (জুমাবার) লিবিয়ায় যুদ্ধরত উভয় পক্ষের ৫ জন করে সামরিক সদস্য আলোচনার মধ্য দিয়ে জেনেভায় স্থায়ী যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হন। ঐতিহাসিক এ চুক্তি লিবিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
এ শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছে জাতিসংঘের দূত এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা স্টিফেন টুরকো উইলিয়ামস।
এতে সই করেছে জাতিসংঘ-স্বীকৃত সরকার জিএনএ এবং বিদ্রোহী সামরিক-জান্তা খলিফা হাফতারের এলএনএ’র প্রতিনিধিরা। ক্ষমতার প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে আলোচনা করতে আগামী মাসে তিউনিশিয়ায় বসবে দু পক্ষ।
স্টিফেন উইলিয়ামস জানিয়েছেন, আগামী ৩ মাসের ভেতরে দেশটিতে থাকা বিভিন্ন দেশের সেনাদের প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। স্রষ্টার ইচ্ছায় এটা পুরো লিবিয়ার শান্তির চাবিকাঠি হতে পারে। যুদ্ধবিরতির চুক্তিতে দু পক্ষকে রাজি করাতে অনেকটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে।
সূত্র: বারোন’স, আনাদোলু এজেন্সি, নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরা।