ফ্রান্সে শেষ নবী হযরত মুহাম্মাদ মুস্তাফাকে (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) অবমাননা করে বিতর্কিত কার্টুন প্রকাশ অব্যাহত রাখার ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ওআইসি। মুসলমানদের অনুভূতিতে আঘাত করে ফ্রান্স কর্তৃপক্ষের এমন ধারাবাহিক অবমাননাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে সংস্থাটি।
গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ওআইসি বলেছে, নবী হযরত মুহাম্মাদ (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ও ইসলাম ধর্মের প্রতীকগুলো অবমাননা করে মুসলমানদের অনুভূতিতে ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার নামের ধর্মীয় অনুভূতির অবমাননা ও কটূক্তি গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে ফরাসি সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তির বক্তব্য সবার মাঝে উদ্বেগ তৈরি করেছে – যা মুসলিমদের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বিনষ্ট করবে এবং দলীয় স্বার্থ উদ্ধারে সবার মাঝে ঘৃণ্য মনোভাব ছড়িয়ে দেবে।
ইসলাম অবমাননার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেয়া শক্ত অবস্থানেরও সমালোচনা করেছে ওআইসি। এছাড়া, ধর্মের নামে যেকোনো সন্ত্রাসী হামলারও তীব্র নিন্দা জানানো হয় সংস্থাটির বিবৃতিতে।
সূত্র: ডেইলি সাবাহ।