ইসলাম ধর্মকে অনুসরণ এবং ইসলামের জন্যে কাজ করতে বলিউডের আলো ঝলমলে দুনিয়াকে স্থায়ীভাবে বিদায় জানালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানা খান (৩২)। গতকাল (বৃহস্পতিবার) সামাজিকমাধ্যমে এমনটি নিশ্চিত করেছেন ‘জয় হো’ খ্যাত এ চিত্রতারকা নিজেই।
এদিন ইন্সটাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন সানা খান। সেখানে তিনি লিখেছেন: ভাই ও বোনেরা, জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। শোবিজে আমি অনেক বছর ধরে কাজ করেছি। এ সময়ে আমি আল্লাহর রহমতে নাম, যশ, খ্যাতি, টাকা ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি। যার জন্যে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমি বেশ কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে ভাবছি। সেটি হলো – দুনিয়াতে মানুষের আসার মানেই কি টাকা ও খ্যাতির পেছনে দৌড়ানো? দরিদ্র ও অসহায়দের জন্যে কাজ করা কি আমাদের দায়িত্ব-কর্তব্য নয়? একজন মানুষের কি ভাবা উচিত নয় যে, তিনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন? এ কঠিন প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি।
বিশেষ করে জানতে চাই – মৃত্যুর পরে আমার কী হবে? আমার ধর্মের ভেতরেই এর উত্তর খুঁজতে যাই। এক সময় আমি বুঝতে পারি, এ পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু কিংবা পরবর্তী জীবনের উন্নতির জন্যে কাজ করা দরকার। স্রষ্টার হকুম মতো একজন মানুষ তার জীবন পরিচালনা করলে, ভালো। জীবনের প্রতিটি মুহুর্তে অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই তা হয় না, বরং পাপের রাস্তা ছেড়ে স্রষ্টার দেখানো পথেই হাঁটা উচিত। আমি ঘোষণা করছি যে, আজ থেকে বিনোদন জগৎ থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আর এ মুহুর্ত থেকে মানবিকতার জন্যে কাজ করবো এবং স্রষ্টার হুকুম মেনে চলবো। প্রত্যেক ভাইবোনকে আল্লাহ’র কাছে আমার জন্যে দোয়া করতে বলছি যেনো আমায় এ কাজে তিনি অনুমতি দেন এবং কবুল করেন। পাশাপাশি তাদের অনুরোধ জানাবো – তারা যেনো আমার সঙ্গে বিনোদন জগৎ নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।
উল্লেখ্য, সানা খান মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। পরবর্তীকালে ৫০টির মতো বিজ্ঞাপনচিত্র এবং ৫টি ভাষায় মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মাঝে সিলামবাত্তাম, জয় হো, ওয়াজাহ তুম হো অন্যতম।