আজকে আর্মেনিয়া নাগোর্না-কারাবাখ প্রদেশে আজারিদের একটা এপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পরে নতুন করে দুই দেশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কাউন্টার এট্যাকে আজারি ৮-১০ টা টাংক, চেক পোস্ট ২০ জন আর্মেনিয়া সেনা হত্যা করে আজারিরা। এরপরে আজারি সেনারা নাগোর্না-কারাবাখ প্রদেশের ৭টা গ্রাম পুনর্দখল করেছে আর্মেনিয়ার কাছ থেকে, এই গ্রামগুলো ১৯৯১ সালে থেকেই দখল করে রেখেছিল আর্মেনিয়া।
তুরস্কের TB2 ড্রোন দিয়ে আর্মেনিয়ার রাশান ১০-১২ টা এয়ার ডিফেন্স ধ্বংস করেছে। আজারি ৮-১০ জন সেনাও নিহত হয়। এই আক্রমণের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ‘তুর্কী জাতি আজারবাইজানের ভাইদের পাশে সব সময় থাকবে, যে কোন মূল্যে এবং পরিস্থিতিতে সব রকমের সাহায্য করব।’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তুরস্ক ও রাশিয়ার প্রক্সি যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে যাচ্ছে। তুরস্ক সেনা উপদেষ্টা, সামরিক সাহায্য, অস্ত্র থেকে শুরু করে সব ধরনের মিলিটারি ইকুইপমেন্টস দিচ্ছে। তুরস্কের TB2 ড্রোন এখন আজারি আকাশে উড়ছে আর রাশান এয়ার ডিফেন্স সাবার করছে। অনেকটা সিরিয়া ও লিবিয়া ফ্রন্টের মত।
রাশিয়াও সেনা উপদেষ্টা থেকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে আর্মেনিয়াকে। তুরস্ক-রাশান প্রক্সি যুদ্ধের আরো একটা মেজর কারণ আমার কাছে মনে হচ্ছে, তুরস্ক রাশিয়া থেকে গ্যাস আমদানীর পরিমাণ ৬৬% কমিয়ে দিয়েছে। এখন আজারবাইজান থেকেই জর্জিয়া হয়ে গ্যাস লাইন তুরস্কে গিয়েছে। এবং তুরস্ক এখন আজারি থেকেই ৩৫% গ্যাস আমদানী করে। এজন্য তুরস্কের এনার্জি সাপ্লাই বিঘ্ন ঘটাতে রাশিয়া এই খেলা শুরু করেছে।
১৯৯১ সাল থেকে শুরু হওয়া দুই দেশের সংঘর্ষে আজারির পাশে আছে তুরস্ক। ইসরায়েল প্রথম দিকে অস্ত্র দিলেও গত ৫ বছর থেকে তুরস্কের সাহায্যে এটা কমে এসেছে। আর আর্মেনিয়ার সমর্থক রাশিয়া, ইরান।
আজারবাইজানের ২০% এরিয়া অবৈধভাবে আর্মেনিয়া দখল করে আছে ১৯৯১ সাল থেকে। এখন প্রশ্ন আজারবাইজান কি তার ২০% ভূমি পুনর্দখল করতে পারবে? —অবশ্যই। এটা অনেকটা তুরস্কের সামরিক সক্ষমতার উপর নির্ভর করবে। কারণ তুরস্ক শক্তিশালী মানে আজারবাইজান শক্তিশালী। আজ থেকে ১০ বছর আগেই খবরে দেখতে পারেন, আর্মেনিয়া কিভাবে আজারবাইজানকে ডমিনেট করেছে।
কিন্তু এখন পারে না, কারণ তুরস্ক সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, পাশাপাশি তার মুসলিম ভাই আজারবাইজানকেও শক্তিশালী করছে। ২০১৬ সালেই ৪ দিনের যুদ্ধে আজারবাইজান ২০ বর্গ কি.মি এরিয়া ফিরিয়ে নিয়েছে।
Feature Image Source: news.ru