৪ অক্টোবর থেকে মুসলমানদের জন্য পুনরায় ওমরাহ হজ পালনের সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব।দেশটি করোনা ভাইরাস মহামারির কারণে মার্চ মাস থেকে ওমরাহ পালন স্থগিত করেছিল।
প্রথম পর্যায়ে, ৪ অক্টোবর থেকে দেশটির ৬০০০ নাগরিক এই সুবিধা পাবেন। ওমরাহ পালনের সুযোগ প্রতিদিন ২০,০০০ বাড়ানো সম্ভব হলে ১ নভেম্বর থেকে বিদেশিদের জন্য এ সুযোগ উন্মুক্ত করা হবে।
Source: MINISTRY OF FOREIGN AFFAIRS, BANGLADESH
পছন্দের আরো লেখা