স্পেনের স্কুলগুলোতে এবার চালু হচ্ছে ‘ইসলাম শিক্ষা’ পাঠদানের আসর।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের বিত্তশালী স্বায়ত্ত্বশাসিত অঙ্গরাজ্য কাতালোনিয়ার সরকারি স্কুলে প্রাথমিক স্তরের প্রথম বছর পরীক্ষামূলকভাবে ‘ইসলামিক রিলিজিওন’ বিষয়ে পাঠদানের পরিকল্পনা গ্রহণ করেছে প্রদেশটির শিক্ষা বিভাগ। সম্প্রতি স্পেনের কাতালোনিয়ার শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়।
কাতালোনিয়ার চারটি প্রদেশ বার্সেলোনা, গিরোনা, লেইদা ও তারাগোনা অঞ্চলের স্কুলগুলোতে এ পরিকল্পনার অধীনে ইসলাম ধর্মের পাঠদান করা হবে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এটি চালু হবে বলে জানানো হয় স্থানীয় গণমাধ্যমের খবরে।
কাতালোনিয়ার ডিপার্টমেন্ট অব এডুকেশন অব দ্যা জেনেরালিতাতের প্রজ্ঞাপনে বলা হয়, প্রথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষে অগ্রধিকারের ভিত্তিতে ‘ইসলামিক রিলিজিওন’ বিষয়ে শেখানো হবে। প্রদেশটির বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা (ইএসও) স্তরেও ‘ইসলামিক রিলিজিওন’ বিষয়ে পাঠদান করা হবে।
উল্লেখ্য, স্পেনের ২০ লাখ মুসলিমের মাঝে শুধু কাতালোনিয়ায়ই বসবাস করেন ১৫ লাখ। দেশটির মুসলিম জনগোষ্ঠীর সংগঠন ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটির তথ্য মতে, স্পেনের মোট জনসংখ্যার ৩.৮% মুসলিম। তাঁদের মাঝে ৬০% আবার অভিবাসী মুসলিম।
কাতালোনিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর বার্সেলোনা – রাজধানী মাদ্রিদের পর স্পেনের দ্বিতীয় বৃহৎ শহর। কাতালোনিয়ার আয়তন ৩২,১১৪ বঃকিঃমিঃ এবং এর জনসংখ্যা ৭,৫৩৫,২৫১।
কাতালোনিয়া অঞ্চলের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরোনো। এ অঞ্চলের ছিলো নিজস্ব ভাষা, সংস্কৃতি, সংসদ, জাতীয় পতাকা ও সংগীত। এখনও এটির নিজস্ব পুলিশ বাহিনী আছে। স্পেনের মোট জনসংখ্যার ১৬% এখানে রয়েছে। বার্সেলোনা বিশ্বের অত্যন্ত জনপ্রিয় শহরগুলোর একটি ফুটবল এবং একই সাথে পর্যটনের কারণে।