সংযুক্ত আরব আমিরাতের পর, এবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি হয়েছে বাহরাইন। গতকাল (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে এ তথ্য জানান। আমেরিকা, ইসরাইল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতেও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা জানানো হয়।
ঐ যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল-খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তখন ইসরাইল ও বাহরাইন সম্পর্ক স্থাপনে রাজ হয়।
গত মাসে আমিরাত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এ পদক্ষেপ ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়। ট্রাম্প সাংবাদিকদের বলেন: ১৫ই সেপ্টেম্বর হোয়াইট হাউজে ইসরাইল ও আমিরাতের সঙ্গে চুক্তিতে বাহরাইনও যোগ দেবে। এতো দ্রুত যে ইসরাইল-বাহরাইনের সম্পর্কটা এমন হবে, তা সত্যিই আশ্চর্যের! প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বলেছে, বাহরাইন-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের পিঠে আরেকটি ছুরিকাঘাত।
গত সপ্তাহে প্রথম মুসলিম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করে কসোভো। তবে কসোভকে এমন কাজ করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কসোভোকে এমন চুক্তি থেকে বিরত থেকে ফিলিস্তিনিদের অধিকারকে সম্মান জানাতে বলা হয়েছে।