ট্রাম্প নিজেকে চার্চিল ও রুজভেল্টের সঙ্গে তুলনা
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গর্ব করে দাবি করেছেন – সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর, তিনিই সৌদি আরবের যুবরাজ মুহম্মদ বিন সালমানকে রক্ষা করেছিলেন! খ্যাতিমান মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ে এ তথ্য উঠে এসেছে।
বইটির বরাতে বিজনেস ইনসাইডার নামের একটি নিউজ আউটলেট এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে রয়েছে, ট্রাম্প বলেন: আমেরিকায় এ হত্যাকাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছিলো। কিন্তু আমিই তাকে (যুবরাজ) রক্ষা করেছিলাম। আমি কংগ্রেসকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া বন্ধ করাতে পেরেছিলাম। এমনকি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কংগ্রেসের পদক্ষেপে আমি ভেটো দিয়েছিলাম।
প্রেসিডেন্ট ট্রাম্প পুলিৎজার পুরস্কার জয়ী সাংবাদিক উডওয়ার্ডকে বলেন: আমি বিশ্বাস করিনি যে, যুবরাজ মুহম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন; যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা এ হত্যাকাণ্ডের পেছনে যুবরাজের হাত ছিলো বলে জানিয়েছে।
উডওয়ার্ডের বই ‘রেইজ’ ১৫ই সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ১৮টি সাক্ষাৎকার বইয়ে তুলে ধরেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়।
এদিকে, মিশিগানে এক নির্বাচনী সমাবেশে গিয়ে করোনা ভাইরাস নিয়ে নিজের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন – তিনি এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বৃটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের মতো কাজ করেছেন। চার্চিল যুদ্ধের সময় লন্ডনের ছাদে গিয়ে মানুষকে শান্ত থাকতে বক্তব্য দিতেন। আবার রুজভেল্টও মার্কিনিদের ভীত না হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাই আমিও করোনা মহামারীর বিপদ সম্পর্কে জেনেও মানুষ যাতে ভীত না হয়, সেজন্য বেশি কিছু বলিনি!