ভয়াবহ বিস্ফোরণের ধকল সামাল দিতে না দিতেই ৩৭ দিনের মাথায় লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বৈরুত বন্দরে তেল ও টায়ারের একটি গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে! তবে এ আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বন্দরের শুল্কমুক্ত অঞ্চলে আগুনের সূত্রপাত। এতে শহরের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ দুর্ঘটনায় স্থানীয় জনগণের মাঝে আতঙ্গ ছড়িয়ে পড়েছে! টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। সামরিক হেলিকপ্টার থেকে আগুনে পানি ঢালা হচ্ছে।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জানিয়েছেন, কোনো উপাদান পুড়ছে বলে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বলা হচ্ছে, আগুন একটি স্থানে সীমাবদ্ধ আছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অনেক বাসিন্দা শহর ছেড়ে চলে গেছেন।