আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া না দিলে গ্রীসকে কঠিন মূল্য দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে তৈরি উত্তেজনার মাঝে গতকাল (শনিবার) তুর্কি প্রেসিডেন্ট গ্রীসের উদ্দেশে বলেন: হয় তারা রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝবে নয়তো তাদেরকে বেদনাদায়ক অভিজ্ঞতার শিকার হতে হবে। তারা যে অনৈতিক ম্যাপ ও ডকুমেন্ট দেখাচ্ছে, সেটা ছিঁড়ে ফেলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি তুরস্কের রয়েছে। এটা তারা বুঝতে পারবে। তুরস্ক যে কোনো পরিস্থিতির জন্যেই প্রস্তুত আছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে – গ্রীস-সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করছে তুরস্ক।
চুম্বুরিয়েট পত্রিকার প্রতিবেদন মোতাবেক, সিরিয়া সীমান্ত থেকে সরিয়ে গ্রীস সীমান্তে ইতোমধ্যে ৪০টি ট্যাঙ্ক মোতায়েন করেছে তুরস্ক। ঐ পত্রিকা একটি ছবি প্রকাশ করেছে – যেখানে দেখা যাচ্ছে সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হচ্ছে।
যদিও নাম প্রকাশ না করার শর্তে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ট্যাঙ্ক ও সাঁজোয়া যান প্রস্তুত রাখাটা তাদের নিয়মিত মহড়ার অংশ। এটার সঙ্গে ভূমধ্যসাগরে তৈরি উত্তেজনার কোনো সম্পর্ক নেই।