মহানবী মুহাম্মাদ মুস্তাফার (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গাত্মক কার্টুন ছাপার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজারো মানুষ গতকাল (শুক্রবার) দেশজুড়ে বিক্ষোভ করেছেন। তারা ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন।
বিক্ষোভকারীরা ‘ফ্রান্স নিপাত যাক’ শ্লোগান দেন। ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাময়িকী ‘শার্লি এবদো’ ক-দিন আগে হুজুরে পুরনূরের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গাত্মক কার্টুন পুনরায় প্রকাশ করে। ২০১৫ সালের জানুয়ারিতে এ কার্টুন প্রকাশের পর, সাময়িকীটির কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সম্প্রতি ঐ হামলার ঘটনায় বিচার শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড ছিলো। এতে অভিযুক্তদের ফাঁসীর দাবি জানানো হয়। ২০০৫ সালে ডেনমার্কের সংবাদপত্র জ্যালিয়ান্ডস-পোস্টেন প্রথম রাসুলে পাকের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। এতে মুসলিমদের মাঝে ক্ষোভ জন্ম নেয়। পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে এ বিক্ষোভের ডাক দেয় ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। একই সঙ্গে রাওয়ালপিন্ডি, পেশওয়ার, লাহোর ও দেরা ইসলাম খানে বিক্ষোভ করা হয়েছে। এতে শহরগুলো স্থবির হয়ে পড়ে।
টিএলপি নেতা রাজি হুসেইনী বলেন: হযরত মুহম্মদের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গাত্মক কার্টুন পুনরায় প্রকাশ করাটা সন্ত্রাসী কার্যক্রমের মাঝে পড়ে। এটা ধর্ম অবমাননার অপরাধ। ২০১৫ সালেও একই ধরনের বিক্ষোভ হয়েছিলো পাকিস্তানে।
পাকিস্তান সরকারও এ কার্টুন ছাপার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী বলেন: তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু স্বাধীনতার মানে এ নয় যে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া। এটা এক ধরনের অপরাধ।