ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদু মহানবী মুহাম্মাদের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশ করলেও বস্তুত বিষয়টির পক্ষেই অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, মহানবীর ব্যঙ্গচিত্র আঁকলে তিনি কখনোই নিষেধাজ্ঞা আরোপ করবেন না।
বিতর্কিত ব্যঙ্গচিত্র পুনঃপ্রকাশের ব্যাপারে প্রশ্ন করা হলে বৈরুত সফররত ম্যাক্রোঁ জানান, সাংবাদিকের সিদ্ধান্ত ও নিউজরুমের পছন্দ নিয়ে কখনোই প্রেসিডেন্টের মন্তব্য করা উচিত নয়। কেননা, আমাদের দেশ সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
২০১৫ সালে মহানবীকে (’আলাইহিস সলাতু ওয়াস সালাম) নিয়ে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি এবদু। এ ঘটনায় প্যারিসে পত্রিকাটির অফিসে এক হামলায় ১২ জন কর্মী নিহত হয়। অভিযুক্তদের বিচার শুরুর আগে আবার ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে পত্রিকাটি।
ইসলাম ধর্মে, হযরত মুহাম্মাদের (সল্লাল্লাহুতা’লা ’আলাইহি ওয়া সাল্লাম) কোনো ধরনের অবয়ব আঁকা ধর্ম অবমাননা হিসেবে বিবেচনা করা হয়। তাই, এবারও শার্লি এবদুর কার্টুন নিয়ে মুসলিম জাহানে চরম সমালোচনা চলছে।