পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে গ্রীস, সাইপ্রাস ও পুরো ইউরোপের সঙ্গে। এসব দেশের সঙ্গে সেখানে পাল্টাপাল্টি সামরিক মহড়া আরও উত্তেজনা বাড়িয়ে তুলছে। ঠিক এমন সময়ই কৃষ্ণ, এজিয়ান ও ভূমধ্যসাগরের দখল নিয়ে নিজেদের অধিকারের বিষয়ে হুকার ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
আজ (বুধবার) সেলজুক তুর্কিদের বায়জান্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মালাজগার্ট বিজয়ের ১১শত বর্ষপূর্তি উপলক্ষে এক সম্মেলনে এরদোয়ান বলেন: কৃষ্ণ, এজিয়ান ও ভূমধ্যসাগরে তুরস্ক তার অধিকার ফিরে পেতে যা কিছু করা প্রয়োজন, তা করতে বদ্ধপরিকর। আমাদের প্রতিদ্বন্দ্বীকে (গ্রীসকে) সতর্ক হতে বলি যে, যে কোনো ভুল তাদের ধ্বংস ডেকে আনবে। আমরা আমাদের কোনো বিষয় নিয়ে আপস করবো না। আমরা অন্য কারোর ভূখণ্ড, সার্বভৌমত্ব বা ইচ্ছাতে নজর দিচ্ছি না। তবে যা আমাদের, তাতে ছাড় দিচ্ছি না।
ওদিকে, গ্রীস বলেছে, বুধবার (আজ) থেকে তারা পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্স, ইতালি ও সাইপ্রাসের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করবে। গ্রিক প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাইপ্রাসের দক্ষিণে এবং গ্রীসের ক্রিট দ্বীপে তিনদিন ধরে এ মহড়া চলবে।
এর আগে চলমান পরিস্থিতিতে গ্রীসের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স। সাইপ্রাস দক্ষিণে ও ক্রিট দ্বীপের আশপাশে গ্যাসের বিরাট মজুদ পেয়েছে তুরস্ক। এরপরই দু দেশের সঙ্গে তুরস্কের উত্তেজনা চরমে উঠেছে। সাইপ্রাস ও গ্রীস দাবি করছে – গ্যাসের এ মজুদ তাদের সীমানায় রয়েছে।
সূত্র: ইয়েনি শাফাক, হুরিয়াত ডেইলি নিউজ ও পার্সটুডে।