পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের মালিকানা নিয়ে উত্তেজনা বাড়তে থাকার মাঝেই আজ (মঙ্গলবার) পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রীস।
তুরস্ক ঐ এলাকা থেকে অন্য জাহাজকে সরে যেতে বলে। এরপরই নৌ মহড়ার ঘোষণা দেয় গ্রীস।
সোমবার তুরস্কের তরফ থেকে বলা হয়, ঐ পানিসীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুসন্ধানের সময় ২৭শে আগস্ট পর্যন্ত চার দিন বাড়ানো হয়েছে। এজন্যে অন্য জাহাজকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে এ অনুসন্ধানকে বেআইনি বলে ঐ অঞ্চলে নৌ মহড়া চালানোর কথা বলে গ্রীস।
এক বিবৃতিতে গ্রিক সরকারের মুখপাত্র স্টেলিওস পেটসাস বলেন: কূটনৈতিকভাবে ও অভিযানের পর্যায়ে – উভয়ভাবে প্রস্তুতিসহ গ্রীস শান্তভাবে সাড়া দিচ্ছে। আর নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে – এমন আত্মবিশ্বাসও গ্রীসের আছে।
অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন: অরুচ রেইস এবং এটির পাহারায় থাকা আমাদের নৌবাহিনীর জাহাজগুলো তৎপরতা থেকে এক পা পেছনে ফেরার পদক্ষেপও নেবে না।
এদিকে উত্তেজনা নিরসনে জার্মানি আজ এথেন্স ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসকে পাঠাচ্ছে। মাস তুরস্কের সঙ্গে আলোচনার আগে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তুরস্ক ও গ্রীস ন্যাটোর সদস্য। ক্রিট ও সাইপ্রাস দ্বীপের মধ্যবর্তী বিতর্কিত সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে এ দু দেশ। এ বিরোধ নিরসনে দু দেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ফ্রান্স এথেন্সের পক্ষ নিয়ে সম্প্রতি একটি যৌথ নৌ-মহড়ায় অংশ নিয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ।
পছন্দের আরো লেখা