রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কিনছে তুরস্ক। এজন্যে শিগগিরই মস্কোর সঙ্গে চুক্তি সই করবে আঙ্কারা। সম্ভাব্য চুক্তি মোতাবেক, ২০২১ সালে এসব ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া। আমেরিকা ও ন্যাটোর তীব্র বিরোধিতার মাঝেই এ সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর প্রথম কোনো সদস্য দেশ তুরস্ক – যারা রাশিয়ার কাছে থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে।
২০১৭ সালে মস্কো ও আঙ্কারার মাঝে স্বাক্ষরিত ৫২০ কোটি ডলারের চুক্তি মোতাবেক, রাশিয়ার কাছ থেকে তুরস্কের চারটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের কথা। ২০১৭ সালের জুলাইয়ে এসব ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো এবং এ হস্তান্তর প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে রয়েছে, তখন নতুন করে আরও এস-৪০০ সংগ্রহের সম্ভাব্য চুক্তির খবর এলো।