পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান নিয়ে যখন গ্রীসের সঙ্গে তুরস্কের উত্তেজনা তুঙ্গে তখন তুরস্কের বিমান ও নৌবাহিনী যৌথভাবে এজিয়ান সাগরে সামরিক মহড়া চালিয়েছে।
চলতি মাসের প্রথম দিকে তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তাদের একটি তেল-গ্যাস অনুসন্ধানের জন্যে গবেষণা জাহাজ পাঠায়। ঐ জাহাজকে তুরস্কের যুদ্ধজাহাজ স্কর্ট করে নিয়ে যায়। তুরস্ক যে এলাকায় গবেষণা জাহাজটি পাঠিয়েছিলো, ওই এলাকাকে গ্রীস তার নিজের এলাকা বলে দাবি করছে।