চীনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমান নারীদের জোর করে গর্ভপাত ঘটানো হচ্ছে! সেই সঙ্গে সদ্যজাত শিশুকেও মেরে ফেলা হচ্ছে! দেশটির সরকারের পরিবার পরিকল্পনা নীতি মোতাবেক, নির্দিষ্ট সংখ্যার বেশি কেউ সন্তান নিলে বা কোনো নারী তিন বছরের কম সময়ে দুবার সন্তান জন্ম দিলে এমন ব্যবস্থা নেয়া হচ্ছে!
তুরস্ক প্রবাসী হাসিয়েত আব্দুল্লাহ ১৫ বছর ধরে কাজ করতেন শিনজিয়াংয়ের হাসপাতালে। তিনি রেডিও ফ্রি এশিয়াকে জানান যে, কীভাবে হাসপাতালের প্রসূতি বিভাগগুলোতে ঐ নিষ্ঠুর ও অমানবিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তিনি বলেন: উইঘুর মুসলিম নারী ও অন্যান্য সংখ্যালঘুর জন্যে এ পরিবার পরিকল্পনা নীতি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবার পরিকল্পনার নীতির বাইরে কেউ গর্ভধারণ করলে, তার গর্ভপাত করা হচ্ছে। প্রসূতি বিভাগে তা করা হচ্ছে। কেননা এটি সরকারের নির্দেশ। কোনো নারী আট ও ন’ মাসের গর্ভবতী’ হলেও তার গর্ভপাত করা হচ্ছে। এমনকি, মেডিক্যাল স্টাফরা সদ্যজাত শিশুকে হত্যাও করে ফেলছে।
এছাড়া, উইঘুর নারীদের জোর করে বন্ধ্যা এবং গর্ভপাত ঘটনোর ঘটনা অনেক বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে রেডিও ফ্রির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মসজিদ ভেঙ্গে বানানো হচ্ছে টয়লেট ও মদের দোকান।
সূত্র: রেডিও ফ্রি এশিয়া।
পছন্দের আরো লেখা