আফগানিস্তানের বালখ ও কান্দুসপ্রদেশে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে।
শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ঐ সংঘর্ষ শনিবার পর্যন্ত চলে। শনিবার পৃথক তিনটি সংঘর্ষে অন্তত ১৪ নিরাপত্তাকর্মী ও ১১৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার উত্তরাঞ্চলীয় টাখারপ্রদেশে একটি তল্লাশিচৌকিতে তালেবানের হামলায় অন্তত ৯ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশপ্রধানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার আফগান ন্যাশনাল আর্মি (এএনএ) এক বিবৃতি দিয়ে জানায়, বিগত ২৪ ঘণ্টায় আকাশ ও ভূমি থেকে চালানো তাদের অভিযানে তালেবানের অন্তত ১১৪ জন নিহত হয়েছেন।
এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবানের হামলায় আরও ৪ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র। দেশটির রাজধানী কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার কাবুলে একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ হয়েছে। তাতে প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এছাড়া, আহত হয়েছেন একজন বেসামিরক নাগরিকসহ ৪ জন। তবে ঐ হামলার দায় তালেবান স্বীকার করেনি।
সম্প্রতি রাজধানী কাবুলে এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বাহনগুলো লক্ষ্য করে নিয়মিতই এসব হামলা চালানো হচ্ছে। ফলে বন্দিমুক্তি নিয়ে যেসব আলোচনা চলছিলো বা যতোটা অগ্রগতি দেখা দিয়েছিলো, তা আরও বিলম্বিত হচ্ছে। এতে করে আফগানিস্তানের সরকারপক্ষের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা যে আরও বিলম্বিত হবে, তা অনুমেয়। অবশ্য তালেবানের তরফ থেকে বারবার বলা হচ্ছে – বাকি তালেবান বন্দিদেরকে মুক্ত করে না দেয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো শান্তি আলোচনা শুরু করবে না তারা।
কাবুল সরকার তাদের হাতে বন্দি প্রায় ৪০০ তালেবান যোদ্ধার মাঝে ৮০ জনকে সম্প্রতি মুক্তি দিয়েছে। ৯ই আগস্ট দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ থেকে এসব বন্দি মুক্তির অনুমোদন দেয়া হয়। প্রাথমিক বন্দি মুক্তির পর অস্ট্রেলিয়া ও ফ্রান্স আনুষ্ঠানিকভাবে কাবুল সরকারকে জানিয়েছে, তাদের দেশের নাগরিক হত্যায় জড়িত তালেবান বন্দিদের যেনো মুক্তি না দেয়া হয়। আফগান কর্তৃপক্ষ অবশ্য বলছে, দেশ দুটির সঙ্গে সমঝোতায় পৌঁছতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাবুল সরকার ইতোমধ্যে ৪ হাজার ৬৮০ তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে। এদিকে, তালেবানের তরফ থেকে বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত রক্ষা করে তারা ইতিমধ্যে সরকার সমর্থিত এক হাজার বন্দিকে মুক্তি দিয়েছে।
এর আগে বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানকে তাদের অস্ত্র নামিয়ে রেখে প্রস্তাবিত আন্তঃআফগান শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান।