বাবরী মসজিদ ধ্বংস মামলার রায় ৩০শে সেপ্টেম্বরের ভেতরেই দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। এ নিয়ে সিবিআই বিশেষ আদালতে শুনানি চলছে। এর আগে ৩১শে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো আদালত।
বাবরী মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের মাঝে লালকৃষ্ণ আদভানি, মুরলীমনোহর জোশী ও উমা ভারতী রয়েছেন। এদিকে, ২৪শে জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান রেকর্ড করিয়েছেন আদভানি। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ২৫শে জুলাই উমা ভারতী এ মামলায় বয়ান রেকর্ড করেছেন। শেষবার ৪ঠা আগস্ট এ মামলার শুনানি হয়েছে। তারপরের দিন, অর্থাৎ ৫ই আগস্ট অযোধ্যায় ধুমধাম করে আয়োজন করা হয়েছে রামমন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান।