হাজিয়া সোফিয়ার পর, এবার কারিয়ে মসজিদকে জাদুঘর থেকে মসজিদে পুনঃরূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। আজ শুক্রবার (২১শে আগস্ট) এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে।
এক হাজার বছরের প্রাচীন ঐ অর্থোডক্স চার্চটি ইউরোপ-ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীন নিদর্শন। ইস্তাম্বুলে খোরা এলাকায় বাইজেন্টাইনরা এটা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিলো। উছমানীয়রা ১৪৫৩ সালে কন্সটেন্টিনোপাল বিজয়ের প্রায় ৫০ বছর পর, চার্চটিকে মসজিদে রূপান্তর করা হয়। নাম রাখা হয় কারিয়ে মসজিদ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটিকে জাদুঘরে পরিণত ও সংস্কার করে ১৯৫৮ সালে জনসাধারণের জন্যে খুলে দেয়া হয়। তবে গত বছরের নভেম্বরে এ কারিয়ে জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করতে আদেশ দেন তুরস্কের একটি শীর্ষ প্রশাসনিক আদালত।
এমন এক সময় কারিয়ে জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিলেন এরদোয়ান, যখন মাত্র এক মাসের কম সময় আগে হাজিয়া সোফিয়াকে জাদুঘর থেকে মসজিদে পুনঃরূপান্তর করেছে তুরস্ক।