তুরস্ক কৃষ্ণ সাগরে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে। এটি থেকে উত্তোলিত গ্যাস দেশটিকে আমদানি নির্ভরতা থেকে মুক্তি দেবে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
আজ শুক্রবার (২১শে আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে গ্যাস ক্ষেত্রটি পাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি জানান, এতে অন্তত ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস মজুত রয়েছে। তুরস্ক ২০২৩ সাল নাগাদ এ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ব্যবহার শুরু করবে। একই সঙ্গে কৃষ্ণ সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান আরো বেগবান করা হবে।
তুরস্কের উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল দূরে অন্তত এক মাস ধরে অনুসন্ধান চালানোর পর, গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাওয়া যায়।
তুরস্কের খনিজ সম্পদ মন্ত্রী ফাথি ডোনমেজ বলেন: নবমতম বার ঐ এলাকায় খননের পর, গ্যাস ক্ষেত্রটির সন্ধ্যান পায় অনুসন্ধানী দল।
সূত্র: ইউরোনিউজ ও আনোদোলু এজেন্সি।