ক্রাইস্টচার্চে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টকে দোষী সাব্যস্ত হয়েছে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামী সপ্তাহে শুনানি শেষে রায় ঘোষণা করতে পারেন বিচারক। এর আগে তাকে হামলায় রক্ষা পাওয়া ব্যক্তিদের মুখোমুখি করা হবে।
নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডের বলেন: ঐ হামলার ক্ষত এখনও কাঁচা। এ ঘটনায় সাজা ঘোষণা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে। এ মামলায় ৬০ জনের বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিবৃতি দেবেন। তারা দেশের বাইরে থেকে এসেছেন। বর্তমানে তাদের দু সপ্তাহ কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
ব্রেন্টন অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি শ্বেতাঙ্গ ও বর্ণবাদী। গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের সময় তিনি এলোপাতাড়ি গুলি চালান। এতে ৫১ জন শহীদ এবং বহু লোক আহত হন। পরে এক ব্যক্তি তাকে ধরে ফেলেন। তার বিরুদ্ধে মার্চে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।
ক্রাইস্টচার্চের আদালতে চার দিনের শুনানি সোমবার শুরু হতে পারে। কড়া নিরাপত্তা ও গণমাধ্যমে প্রতিবেদনের বিরুদ্ধে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন: অনেকের জন্যে এটা কঠিন সপ্তাহ যাবে। পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে মানুষকে তা শুনতে হবে।
সূত্র: রয়টার্স ও এএফপি।