ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লাহ খানের স্মৃতিবিজড়িত বাড়ীটি ভেঙে ফেলা হয়েছে! ২১শে আগস্ট তাঁর ১৪শ মৃত্যুবার্ষিকীর আগে এমন ঘটনা তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।
হাদহা সরাইয়ের ঐ বাড়িটি ছিলো বিসমিল্লাহ খানের অত্যন্ত প্রিয় জায়গা। যুক্তরাষ্ট্রে বসবাসের প্রস্তাব পেয়েও ১৯৬৩ সালে ধারে কেনা বাড়ীটি ছেড়ে যাননি তিনি। তাঁর প্রিয় সেই বাড়ীটির একাংশ ভেঙে ফেলেছে আত্মীয়রা! এমনকি যে ঘরে তিনি রেওয়াজ করতেন, সেটিও এখন ধংসস্তূপে পরিণত হয়েছে! ১২ই আগস্ট সেই ঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে। তারপর থেকেই উত্তরপ্রদেশ সরকারের দিকে অভিযোগের আঙুল উঠছে।
পরিবারের সদস্যদের দাবি – পুরনো ঐ বাড়ীটি ভেঙে একটি বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণ করা হবে।
ওস্তাদ বিসমিল্লাহ খানের পালিত কন্যা ও সংগীতশিল্পী সোমা ঘোষ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন: বাবার ঘর ভেঙে দেয়া হয়েছে। এটি শোনার পরই আমি ভেঙে পড়েছি। ভেঙে ফেলার পর, তাঁর মহামূল্যবান জিনিসপত্রগুলোও ফেলে দেয়া হয়েছে। ঐ ঘরটি শুধু একটি ঘর ছিলো না; সংগীত অনুরাগীদের জন্যে উপাসনার একটি পবিত্র স্থান ছিলো।
২০০৬ সালে ওস্তাদ বিসমিল্লাহ খান মারা যাওয়ার পর তাঁর শিষ্য ও ভক্তরা ঐ বাড়ীটিকে একটি মিউজিয়াম করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে রাজ্য বা কেন্দ্রীয় সরকার কেউই এগিয়ে আসেননি।
সূত্র: ইন্ডিয়া টাইমস।
পছন্দের আরো লেখা