সৌদি আরবের আকাশ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরুর প্রস্তুতি নিচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এ বিমান চলাচল শুরু হবে বলে সোমবার জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিগত ৭০ বছরের বেশি সময়ের মাঝে আরব জাহানের তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আমিরাতের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে। ১৯৭৯ সালে মিশর এবং ১৯৯৪ সালে জর্দানের সঙ্গে কূটনৈতিক করে ইসরাইল।
কোভিড-১৯-এর কারণে কমে যাওয়া বিমান চলাচল সম্প্রসারণের পরিকল্পনার ব্যাপারে সোমবার তেলআবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। তখন তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরুর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন: আমরা বর্তমানে তেলআবিব থেকে সউদী আরব হয়ে দুবাই ও আবুধাবীর সঙ্গে সরাসরি বিমান চালুর ব্যাপারে কাজ করছি। এটি শুরু হলে, রোমের মতো মাত্র তিন ঘণ্টায় তেলআবিব থেকে আমিরাতে পৌঁছানো যাবে।
তবে কবে নাগাদ আরব উপসাগরীয় অঞ্চলের এ দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হবে – সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনো সময়ের উল্লেখ করেননি নেতানিয়াহু।
উল্লেখ্য, ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না সৌদি আরব। এছাড়া, ইসরাইলী বিমান সংস্থাগুলোর জন্যে সৌদির আকাশও বন্ধ রয়েছে। কিন্তু সম্প্রতি সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। ২০১৮ সালে সৌদির আকাশ ব্যবহার করে নয়াদিল্লী থেকে তেলআবিব রুটে যাত্রী পরিবহনের অনুমতি পায় ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
সূত্র: ইকনা ও অন্যান্য।
পছন্দের আরো লেখা