অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কথিত শান্তিচুক্তির পর, একই পথে পা বাড়িয়েছে মুসলিমপ্রধান দেশ সুদান। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হায়দার বৌদাভি সিদ্দিকী খার্তুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানিয়েছেন।
রোববার আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে কোহেন বলেন: আমিরাতের সঙ্গে এ চুক্তির ধারাবাহিকতায় আরব উপসাগরীয় দেশ এবং আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে আরও চুক্তি হবে। আমি মনে করি, বাহরাইন ও ওমান এখন নির্দিষ্টভাবে আলোচনায় রয়েছে। এছাড়াও, আমার মূল্যায়ন হলো – আগামী বছরগুলোতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে এ ধরনের শান্তিচুক্তি হবে। এদের মাঝে সুদান প্রধান।