দখলদার ইসরাইল-আমিরাত চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে তিউনিশিয়ার জনগণ। তখন তারা ইসরাইলের পতাকা ও আবুধাবীর যুবরাজের ছবি পুড়িয়ে ফেলে।
গতকাল (মঙ্গলবার) বিকেলে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সামনে প্রতিবাদীরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তাতে আম জনতার পাশাপাশি সেদেশের সুশীল সমাজ এবং বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার দায়ে অবিলম্বে আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানান। তাদের অনেকের হাতেই ছিলো ফিলস্তিনের পতাকা। কারো কারো হাতে প্ল্যাকার্ড শোভা পাচ্ছিলো। আর সেসবে নানা শ্লোগান লেখা ছিলো; যেমন- ‘ফিলিস্তিন বিক্রয়যোগ্য নয়’ এবং ‘আবুধাবীর যুবরাজ মুহম্মদ বিন জায়েদ ডলারের বিনিময়ে বায়তুল মুকাদ্দাসকে বিক্রি করে দিয়েছেন’। এছাড়া অনেকে মুহাম্মাদ বিন জায়েদের এমন ছবি বহন করছিলেন – যাতে ক্রস চিহ্ন আঁকা ছিলো এবং উপরে লেখা ছিলো ‘বিশ্বাসঘাতক’।
তিউনিশিয়ার অন্যতম প্রভাবশালী দল আন-নেহদা এক বিবৃতিতে আরব আমিরাতের পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, আন-নেহদা এ পদক্ষেপের বিরোধী এবং আরব আমিরাত এ পদক্ষেপের মাধ্যমে গোটা মুসলিম জাহানকে উসকানি দিয়েছে।