ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও এরদোয়ান এ তিন প্রেসিডেন্টকে এক সঙ্গে বিশ্বসেরা দাবাড়ুর সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়া, চীন ও তুরস্কের ঐ তিন প্রেসিডেন্টকে একই সারির খেলোয়াড় উপাধি দেন তিনি।
গতকাল (সোমবার) উইসকনসিনের এক জনসমাবেশে ট্রাম্প বলেন: আমি একটি জিনিস খুব ভালোভাবে দেখেছি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সবাই বিশ্বসেরা দাবা খেলোয়াড়। তারা সবাই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। কেননা, এসব নেতার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেন। ইরানও চায় ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বিজয়ী হোক। তবে আমরা বিজয়ী হলে, অতি দ্রুত তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন করবো।
সূত্র: স্পুটনিক নিউজ।