সম্পর্ক স্বাভাবিক করতে আবুধাবী ও তেলআবিবের মাঝে চুক্তি হওয়ার পর, এক সপ্তাহ যেতে না যেতেই ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ইতোমধ্যে দু দেশের মাঝে মন্ত্রী পর্যায়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে জানিয়েছে, গতকাল (সোমবার) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ফোনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ আলোচনা করেছেন।
ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রচেষ্টা হিসেবে ও শান্তি আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় ওমান। একই সঙ্গে ফিলিস্তিনিদের বৈধ দাবি আদায় এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় শিগগিরই শান্তি আলোচনা শুরুর আহ্বান জানাচ্ছি।
এরপর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বলেছেন: সম্পর্ক স্বাভাবিক করতে এবং দু দেশের মাঝে যোগাযোগ বাড়াতে একমত হয়েছে ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বি আলাবি বিন আবদুল্লাহ।
ওমান ইতোমধ্যে আমিরাত-ইসরাইল চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে।
মনে করা হচ্ছে, নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ওমান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে আসতে পারে।
সূত্র: এএফপি, রয়টার্স ও জেরুজালেম পোস্ট।
প্রিয় পাঠক, ‘দিন রাত্রি’তে লিখতে পারেন আপনিও! লেখা পাঠান এই লিংকে ক্লিক করে- ‘দিনরাত্রি’তে আপনিও লিখুন