১৩ই আগস্ট আমিরাত-ইসরাইল চুক্তির বিরুদ্ধে আরব ও মুসলিম জাহানে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঐ চুক্তিকে ফিলিস্তিনী নেতারা পিঠে ছুরি মারার শামিল বলে মনে করছেন। ফিলিস্তিনের প্যালেস্টাইন ন্যাশনাল অথোরিটি, হামাস, ইসলামী জিহাদসহ স্থানীয় সব গোষ্ঠী বিবৃতি দিয়ে ইসরাইল-আমিরাত চুক্তির নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরীল রাজুব জানিয়েছেন, আমিরাতে নিযুক্ত ফিলিস্তিনী রাষ্ট্রদূত এসাম মাসালহা আবুধাবী থেকে দেশে রওয়ানা দিয়েছেন এবং তিনি আর কখনো আমিরাতে ফিরে যাবেন না।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলা হয়েছে। এতে বহু লোক অংশ নিয়েছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভকারীরা হামলার সময় পেট্রোল বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে। তারা আবুধাবির চুক্তিকে ‘কলঙ্ক’ বলে উল্লেখ করেছে।
ওদিকে, ঐ কালো চুক্তির বিরুদ্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে হাজার হাজার জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ জনতা দখলদার ইসরাইলের সঙ্গে চুক্তি বাতিল করতে আমিরাতের প্রতি আহ্বান জানান। তাদের ফেস্টুনে লেখা ছিলো – পাকিস্তান কখনো ইসরাইলকে স্বীকৃতি দেবে না, আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি, আমিরাতের শাসক বিশ্বাসঘাতক, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী ইত্যাদি।
সূত্র: আনাদোলু এজেন্সি,
এএফপি ও আল-জাজিরা।