গতকাল (বৃহস্পতিবার) সম্পর্ক স্বাভাবকি করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও অবৈধ রাষ্ট্র ইসরাইল ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে।
হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তির আওতায় ইসরাইল পশ্চিম তীরে যেসব অঞ্চলের সংযুক্তি নিয়ে আলোচনা করেছে, সেসব ক্ষেত্রে সার্বভৌমত্ব প্রয়োগ স্থগিত করতে রাজি হয়েছে। এ চুক্তিটি ইসরাইল-সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে দীর্ঘ আলোচনার ফলাফলে সম্প্রতি শীঘ্রই হয়েছে।
আজ ট্রাম্প, নেতানিয়াহু ও আবুধাবীর যুবরাজ শেখ মুহম্মদ বিন জায়েদের মাঝে একটি টেলিফোন কলে এ চুক্তি হয়েছে।
এক টুইটে ট্রাম্প লিখেছেন: আজ বিশাল সাফল্য! আমাদের দু পরীক্ষিত বন্ধু ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে ঐতিহাসিক শান্তিচুক্তি হয়েছে।
সূত্র: রয়টার্স।