গত মঙ্গলবার রাতে আরব সাগরে মুম্বাইয়ের কোলাবা বন্দর থেকে প্রায় ৫০ কিঃমিঃ দূরে জেলেদের জালে ২৬ ফুটের বেশি লম্বা এবং ২ হাজার কেজির (২ টনের) বেশি ওজনের দৈত্যাকৃতির এক হাঙর ধরা পড়েছে – যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য!
বুধবার বন্দরে নিয়ে আসা হলে, ক্রেন দিয়ে যখন এ বিশাল মাছটিকে তোলায় হয় – তখন একে দেখতে লোকজনের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়। অতি উৎসাহীদের অনেকেই আবার মাছটির সঙ্গে সেলফিও তোলেন।
এদিকে, এমন দানবাকৃতির মাছের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। প্রকৃতি সংরক্ষণের জন্যে আন্তর্জাতিক ইউনিয়ন ও ভারতের বন্যজীবন সংরক্ষণ আইন ১৯৭২ এর বিপন্ন প্রজাতির বৈশ্বিক তালিকায় এ প্রাণীটির ছবি রয়েছে।
জানা গেছে, বিশালাকার ডটেড হাঙরটি মাছ ধরার জালে জড়িয়ে পড়তেই নিজেকে মুক্ত করতে সে মরিয়া হয়ে সংগ্রাম করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। এমন তথ্য জানিয়েছেন ঐ ট্রলারে থাকা একজন জেলে।
একদিকে আঁধার, অন্যদিকে আবহাওয়াজনিত কারণে মাছ ধরার ট্রলারটি মাছকে জালে টেনে নিয়ে বুধবার ভোরে মুম্বাই এসে পৌঁছায়। যদিও এতো বড় মাছ এর আগে কখনও দেখা যায়নি বলেই জানিয়েছেন অধিকাংশ জেলে। ফলে, এতো বড় মাছ আরব সাগরে কীভাবে চলে আসলো, তা জানতে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র: দ্য স্টেটসম্যান।
পছন্দের আরো লেখা