সংযুক্ত আরব আমিরাতের পর, এবার বাহরাইনও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তার বরাতে শুক্রবার দেশটির পাবলিক ব্রডকাস্টিং এজেন্সি (কেএএন) এ খবর প্রকাশ করেছে। তবে উভয় দেশের মাঝে কবে নাগাদ চুক্তি হবে, সে বিষয়ে কিছু জানায়নি সূত্রটি। বাহরাইন ও ইসরাইলও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। এ দু দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনা আপাতত ‘স্থগিত’ রাখবে তেলআবিব এবং তখন আরব ও মুসলিম জাহানের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখবে তেলআবিব।
এটা ইসরাইলের সঙ্গে তৃতীয় কোন আরব রাষ্ট্রের শান্তি চুক্তি। এর আগে মিশর ১৯৭৯ সালে এবং জর্দান ১৯৯৪ সালে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করে। সামনের দিনগুলোতে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি ফ্লাইট, নিরাপত্তা, টেলিযোগাযোগ, জ্বালানি, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির জন্যে বৈঠকে বসবেন।