কেবল এক প্রদীপের বিচারেই দেশের মানুষ পুলিশের প্রতি আস্থাশীল হবে এটা অবিশ্বাস্য। দেশে যে এমন অসংখ্য প্রদীপদের বসবাস। যাদের কারণে আজ পুরো পুলিশ বাহিনী-ই প্রশ্নের সম্মুখীন। হয়তো পুলিশ-ই দেশের একমাত্র বাহিনী যাদেরকে সাধারণ মানুষ নূন্যতম বিশ্বাসের চোখে দেখেনা। যুগযুগ ধরে পাব্লিক রিলেশনে থেকেও তারা আজ সাধারণ মানুষের আস্থাশীল নয়। অথচ উন্নত বিশ্বের মানুষ পুলিশের প্রতি কতোটা আস্থাশীল সেটা স্বচক্ষে না দেখলে মোটেও অনুভব করা যায়না।
আজ আমরাও চাই আমাদের পুলিশ বাহিনী হোক সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। পুলিশ হোক সাধারণের আস্থার মূলকেন্দ্র। পুলিশ হোক রাজনৈতিক প্রভাবে প্রভাবমুক্ত। আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হোক পুলিশ বাহিনী।
এটা সত্য যে পুলিশের মাঝেই রয়েছে আমাদের অনেকের ভাই বন্ধু এবং প্রিয় মানুষগুলো। দেশের সব পুলিশই তো আর প্রদীপ নয়! পুলিশ বাহিনীর উচিৎ যেকোন বিনিময়ে তাদের প্রতি আস্থাশীলতা ফেরানো। এ জন্য তাদের কঠোর ভূমিকা রাখতে হবে। দেশের ন্যায়পরায়ণ পুলিশের সদস্যরাই একমাত্র পারেন তাদের ভিতরে লুকিয়ে থাকা এসব ঘৃণ্য প্রদীপদের মুখোশ উন্মোচন করতে। জাতির কাছে আস্থাশীল হওয়ার সর্বোত্তম মাধ্যম তাদেরকে চিহ্নিত করা। গুরুত্বপূর্ণ এসব পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া। দেশপ্রেমিক সত্যিকারের পুলিশের সদস্যরা-ই তাদের সাহসী ভূমিকা রেখে উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে এর একমাত্র সমাধান বের করতে পারেন। সবাই অপরাধীদের সম্পর্কে অবগত হয়েও নিরব থাকলে, ‘আমি কেন এর প্রতিবাদী হবো’ এমন চিন্তা থাকলে আদৌ এ জাতিকে উদ্ধার করা যাবেনা। আপনি প্রতিবাদী হোন দেখবেন আপনার পাশে অসংখ্য ভাইয়েরা অবস্থান নিচ্ছেন।
“পুলিশ হোক আস্থার প্রতীক “
এই স্লোগান-ই আমাদের প্রত্যাশা।
পছন্দের আরো লেখা